- ঋণ নেই যার = অঋণী
- যা বলার যোগ্য নয় = অকথ্য
- যে কর্মের অযোগ্য = অকর্মণ্য
- কল্পনা করা যায় না এমন = অকল্পনীয়
- যা আগে থেকে জানা যায় না = অকস্মাৎ
- কাতর না হয়ে = অকাতরে
- অসময়ে জন্মে যে কুমড়া = অকালকুষ্মাণ্ড
- স্বাভাবিক সময়ের পূর্বে জন্মেছে এমন = অকালজাত
- যা অকালে পেকেছে = অকালপক্ব
- অকালে যে বোধন = অকালবোধন
- যার কিছুই নেই = অকিঞ্চন
- যার কোনো কিছুতেই ভয় নেই = অকুতোভয়
- যে উপকারীর উপকার স্বীকার করে না = অকৃতজ্ঞ
- যে পুরুষ বিবাহ করেনি = অকৃতদার
- কর্মে যার ক্লান্তি নেই = অক্লান্তকর্মী
- চোখের মনি = অক্ষিতারা
- অক্ষি পত্রের (চোখের পাতা) লোম = অক্ষিপক্ষ্ম
- চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী = অক্ষৌহিণী
- যার অন্য গতি নেই = অগত্যা
- যে যাত্রায় গমন করলে আর ফেরে না = অগস্ত্যযাত্রা
- গরুর ডাক- হাম্বা
- বাঘের ডাক- হালুম
- হিত কামনা করে যে- হিতৈষী
- হিরণ্য দ্বারা নির্মিত- হিরন্ময়
- ষাট বছর পূর্ণ হওয়া উপলক্ষে উৎসবকে বলে- হীরকজয়ন্তী
- বীরের ধবনি- হুঙ্কার
- বানরের ডাক- হুপ
- যার পুঁজি হৃত (চুরি) হয়েছে- হৃতপুঁজি
- যার সর্বস্ব হৃত (চুরি) হয়েছে- হৃতসর্বস্ব
- হৃদয়ের প্রীতিকর- হৃদ্য
- যা হৃদয় বিদীর্ণ করে- হৃদয়বিদারক / হৃদয়বিদারী
- ঘোড়ার ডাক- হ্রেষা
- হেমন্তে জাত- হৈমন্তিক
Wednesday, November 30, 2022
বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ
Subscribe to:
Post Comments (Atom)
বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ
ঋণ নেই যার = অঋণী যা বলার যোগ্য নয় = অকথ্য যে কর্মের অযোগ্য = অকর্মণ্য কল্পনা করা যায় না এমন = অকল্পনীয় যা আগে থেকে জানা যায় না = অকস্মাৎ ক...
-
ঋণ নেই যার = অঋণী যা বলার যোগ্য নয় = অকথ্য যে কর্মের অযোগ্য = অকর্মণ্য কল্পনা করা যায় না এমন = অকল্পনীয় যা আগে থেকে জানা যায় না = অকস্মাৎ ক...
No comments:
Post a Comment